![]() |
| ভাব - রিয়াজ রাজ |
গল্পঃ ভাব ( রম্য)
লেখকঃ রিয়াজ রাজ
প্রকাশকালঃ মে-২০২৩
ক্যাটাগরীঃ রম্য
প্রকাশঃ অনলাইন
লেখক মানুষ আমি। তাই ভাব বেশি আমার।
সন্ধায় ভাব দেখিয়ে একটা মুদি দোকানে গেলাম। অনেক মানুষ ছিলো। সবার সামনে পায়ের উপর পা দিয়ে চেয়ারে বসেছি।সবাই তাকিয়ে ছিলো আমার দিকে। যদিও এটি মুদি দোকান,কিন্তু দোকানে চা সিগারেট দুইটাই পাওয়া যায়।
হৃদয়ের নিকুঞ্জ নীড়ে- পর্ব ০৮
আমি ভাব দেখিয়ে একটা সিগারেট ধরিয়ে ম্যাচ মাটিতে ফেলে দিছি। আমার একটা ভাব আছেনা? প্রতি সিগারেটে একটা ম্যাচ ব্যবহার করা টাইপের ভাব। কিন্তু ভাবের ঠ্যালায় ভুলে সিগারেটও ছুঁড়ে মেরেছি। আর সেটি ভুলে পড়েছে গ্যাসের টাংকির উপর।
মরীচিকাময় ভালোবাসা পর্বঃ-০৮
পরিশিষ্ট - দোকানের যে লোকগুলা আমার দিকে তাকিয়ে ছিলো। তারাও আমার পাশের ব্যাডে শুয়ে আছে🙁
